Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

যশোরে চলাচলে কঠোর বিধিনিষেধ

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ১২:০৪ এএম

যশোরে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার ২শ’ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এ যাবতকালের মধ্যে দৈনিক শনাক্তের হারে এটিই সর্বোচ্চ। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, জনসাধারণ স্বাস্থ্যবিধি না মানলে উদ্বেগজনক পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সূত্র জানায়, সীমান্তবর্তী জেলা যশোরে করোনার প্রকোপ ঠেকাতে বুধবার মধ্য রাত থেকে কার্যকর করা হয়েছে কঠোর বিধি নিষেধ। যশোর শহর ও নওয়াপাড়া পৌর এলাকায় আগামী ৭ দিন এই বিধি নিষেধ বলবৎ থাকবে। সকাল থেকে শহরের বিভিন্ন প্রবেশ মুখে ঘোষিত বিধি নিষেধ প্রতিপালনে প্রশাসনের তৎপরতা লক্ষ করা গেছে। যেতে দেয়া হয়নি আন্ত:জেলার কোন যানবাহন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলাচলা করছে দূরপাল্লার পরিবহন। দোকানপাট, বিপনী বিতান, পার্ক, কমিউটিনি সেন্টার, সভা-সমাবেশ বন্ধ রয়েছে। মোটরসাইকেল ও রিকশায় একজন এবং অটোরিকশায় ২ জনের বেশি চলাচল করতে দেয়া হচ্ছে না। শহরে মাইকিং করে সকলকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি প্রতিপালন এবং জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেবল কাঁচাবাজার ও নিত্যপন্যের দোকান খোলা থাকবে। তবে ওষুধ, খাদ্যসহ জরুরি পরিসেবার যান চলাচল করতে পারবে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২০০ জন করোনা শনাক্ত হয়েছে। গতকাল গড় শনাক্তের হার ৫৮ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঠোর বিধিনিষেধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ