Inqilab Logo

ঢাকা, রোববার, ২০ জুন ২০২১, ০৬ আষাঢ় ১৪২৮, ০৮ যিলক্বদ ১৪৪২ হিজরী

টিকা নিয়েই জ্ঞান হারালেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ১২:০১ এএম

ইঞ্জেকশনের ভয় অনেকেই পান। কিন্তু করোনা অতিমারীর সময়ে টিকা তো দিতেই হবে। এছাড়া আর অন্য কোনও পথ নেই। কি আর করা যাবে!
ব্রাজিলের সাও পাওলোর মাগুইলা জুনিয়র নামে এক যুবক বুকে সাহস সঞ্চয় করেই করোনা টিকা নিতে গিয়েছিলেন। কিন্তু সেই সাহস বেশিক্ষণ ছিল না। ইঞ্জেকশন নিয়েই তিনি জ্ঞান হারালেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
জানা গেছে, সাও পাওলোর এক বন্দরে চাকরি করেন মাগুইলা। বন্দরের সকল কর্মীদের জন্য গণ টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল। শৈশব থেকেই ইঞ্জেকশনে তার ভয়। তাই বন্ধুদের সঙ্গেই টিকা নিতে গিয়েছিলেন মাগুইলা। তাদেরই একজন ভিডিও করেছেন।
ভিডিওতে দেখা যায় টিকা নেওয়ার আগে থেকেই ছটফট করছিলেন মাগুইলা। নার্স তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিলেন। তাতে যেন আরও উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন। মাঝমধ্যে নার্সের হাতই চেপে ধরছিলেন উত্তেজনার বশে।
বেশ কিছুক্ষণ চেষ্টার পর ছোট্ট সূচটি মাগুইলার বিশাল দেহে প্রবেশ করাতে সক্ষম হন নার্স। তাতেই তিনি চিৎকার করেন। টিকাকরণ হতেই মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলেও যুবকের পুরো শরীর কাঁপছিল। পানির বোতল পর্যন্ত তিনি ধরতে পারছিলেন না।
মাগুইলার এই ভিডিও দেখে অনেকেই হাসির ইমোজি দিয়েছেন। অনেক আবার বিস্ময় প্রকাশ করেছেন। অবশ্য ভিডিওর ক্যাপশনে মাগুইলা জানিয়েছেন তিনি এখন ভাল আছেন। সকলকে করোনা টিকা নেওয়ার পরামর্শও দিয়েছেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টাইমস। 

Show all comments
 • Brown Stone ১২ জুন, ২০২১, ৫:২১ এএম says : 0
  বনের বাগে খায়না মনের বাগে খায়
  Total Reply(0) Reply
 • নূরুজ্জামান নূর ১২ জুন, ২০২১, ৫:২২ এএম says : 0
  আহা! বেচারা। কি আর করার টিকা তো নিতেই হবে।
  Total Reply(0) Reply
 • রক্তিম সূর্য ১২ জুন, ২০২১, ৫:২২ এএম says : 0
  তার যখন এতই ভয় ঘুমের ঘরে টিকাটা দেয়া যেতো।
  Total Reply(0) Reply
 • রুবি আক্তার ১২ জুন, ২০২১, ৫:২৩ এএম says : 0
  এত হার্ট দুর্বল মানুষ এখনও না মরে বেচে আছেন সেটাই তো বড় কিছু।
  Total Reply(0) Reply
 • মহীয়সী বিন্তুন ১২ জুন, ২০২১, ৫:২৪ এএম says : 0
  করোনা সংক্রমণ থেকে নিরাপদ থাকতে হলে কষ্ট হলেও টিকা নেয়া উচিত।
  Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ