Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন নেই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০২ এএম

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী উপজেলা নাঙ্গলকোট। আয়তন ২২৫.৯৫ বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এর জনসংখ্যা ৩,৬৯,৬৫২ জন। প্রতি বর্গকিলোমিটারে লোক সংখ্যার ঘনত্ব ১,৫৬৩ জন । জেলা সদর হতে এর দূরত্ব ৪১ কিলোমিটার। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, এই জনবহুল বৃহৎ উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। ফলে দীর্ঘদিন যাবত সল্প থেকে ভয়াবহ অগ্নিকান্ডে অসংখ্য মানুষের জানমালের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। গত ৩০ মে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৪টি দোকান দেড় ঘণ্টারও বেশি সময়ে পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় জনগণের অপ্রাণ চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। ততক্ষণে প্রায় ৯৫% মালামাল পুড়ে গিয়েছিল। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে নাঙ্গলকোটে অনতিবিলম্বে একটি ফারার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি। বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

তানভীর আহমেদ রাসেল
তুগুরিয়া, নাঙ্গলকোট, কুমিল্লা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন