Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রিমেকে আপত্তি নেই সুনীতা রাও’র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০১ এএম

নব্বই দশকে ‘পরী হুঁ ম্যায়’ গানটি গেয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেন সুনীতা রাও। তার গান যদি কেউ রিমেক করে তাতে তার আপত্তি নেই, তবে একটি শর্ত আছে তার। তিনি জানান কেউ যদি তার গান ভালবেসে সেটি নিয়ে কাজ করতে চায় তাহলে রিমেকে সেই শিল্পী যেন তার নিজের কিছু জাদুও তাদে যোগ করেন। ‘যদি কেও নতুন করে একটি গান তুলে ধরতে চা তা তার ব্যাপার। অনুকরণ করা আসলে এক রকম প্রশংসা! আমি শোনার পরই সিদ্ধান্ত নেব সেটি ভাল না মন্দ,’ তিনি বলেন। ‘রিমিক্স করা হয় বলেই একটি পুরো প্রজন্ম একটি গান শুনতে, যদিও তারা মূল গানটি আদৌ শোনেনি। তাই গানটির মূল ভাব বজায় রেখে সেটির প্রতি সুবিচার করতে হবে,’ সুনীতা বলেন। ‘আমার গান নিয়ে আমার প্রত্যয় আছে। যদি কেউ আসলেই ভালবেসে আমার গান নিয়ে কাজ করতে চায় আর নিজের জাদু যোগ করতে চায়, নয় কেন?’ গায়িকা আরও বলেন। এখন আরও বেশি শিল্পী তাদের নিজেদের গান লিখছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। ফিল্ম বা কোনও রেকর্ড লেবেলের ওপর নির্ভর না করে অনলাইনে গান মুক্তি দেয়ারও তিনি সমর্থন করেন। একটি স্ট্রিমিং মাধ্যমে তার নতুন গান ‘ওয়াদা কারো’ মুক্ত করে সুনীতা বলেন, ‘আমার আশা যাদের সামর্থ্য আছে তারা এই মাধ্যমে যারা গাইছে তাদের পাশে দাঁড়াক।’ কানিয়ে ওয়েস্টের সঙ্গে ঘর ভাঙার পর নিজেকে ব্যর্থ মনে হচ্ছে কিম কার্ডাশিয়ানের। ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ান্স’ রিয়েলিটি শো’র সর্বশেষ পর্বে র‌্যাপ গায়ক কানিয়ে ওয়েস্টের সঙ্গে ঘর ভেঙে যাওয়ার কারণে আবেগপ্রবণ হয়ে ওঠেন কিম কার্ডাশিয়ান। তিনি অনুষ্ঠানে তার বোনদের কাছে তার দাম্পত্য জীবন নিয়ে কথা বলছিলেন। তিনি এসময় বলেন তৃতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর নিজেকে তার ব্যর্থ বলে মনে হচ্ছে। অনুষ্ঠানে তিনি তার পরিবারের সদস্যদের বলেন, তার সর্বশেষ ঘর ভেঙে যাচ্ছে বুঝতে পারার পর নিজেকে ব্যর্থ বলে মনে হচ্ছে তার। তিনি বলেন কানিয়ের এমন নারীর প্রয়োজন যে তাকে সবসময় অনুসরণ করবে, আর এ কাজটি তার পক্ষে করা কখনও সম্ভব নয়। কানিয়ে তাকে ছেড়ে যখন তার ওয়ায়োমিংয়ের খামারে থাকতে শুরু করেন তখন তিনি লস অ্যাঞ্জেলেসে তার সন্তানদের সঙ্গে ছিলেন। তিনি বোনদের কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি এভাবে চালিয়ে যেতে পারছি না।’ সাত বছর সংসার করার পর গত ফেব্রুয়ারিতে কিম-কানিয়ে আলাদা থাকতে শুরু করেন। কানিয়ে চাইলেই তার চার সন্তানের সঙ্গে দেখা করেন, তবে বাড়িতে নয়। কিম-কানিয়ে ২০১২’র এপ্রিলে তাদের সম্পর্কের কথা প্রকাশ করেন। তাদের চার সন্তান- কিম-কানিয়ের চার সন্তানের মধ্যে দুই কন্যা নর্থ ও শিকাগো এবং দুই পুত্র- সেইন্ট ও সাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুনীতা রাও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ