Inqilab Logo

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১, ২১ শ্রাবণ ১৪২৮, ২৫ যিলহজ ১৪৪২ হিজরী

টেকনাফে নাফ নদী থেকে আরো এক শিশুর লাশ উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০১ পিএম

টেকনাফের নাফ নদী থেকে আরো এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ জুন) সকালে হ্নীলা ইউনিয়নের নাফ নদী সংলগ্ন ফুলেরডেইল চর থেকে লাশটি উদ্ধার করা হয়।টেকনাফ থানার ওসি (তদন্ত) এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে চরে লাশটি দেখতে পায় স্থানীয়রা দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ একটি পরিবার ক্যাম্প থেকে গোপনে নৌকায় করে মিয়ানমারে পার হওয়ার চেষ্টা করে। কিন্তু পথিমধ্যে নৌকাটি ডুবে দুর্ঘটনা ঘটে। এখনো নিখোঁজ রয়েছে পরিবারের কর্তা পুরুষটি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ