Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফরিদপুর ডিবি পুলিশের হাতে ৬ ডাকাত আটক, ৬ দিনের রিমান্ডের আবেদন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ৭:২৩ পিএম

ফরিদপুর ডিবি পুলিশের হাতে ৬ ডাকাত আটক হওয়ার পর ফরিদপুরের আবাসিক হোটেলগুলো প্রায় শূন্য হয়ে পড়েছে। সমস্ত আবাসিক হোটেল এলাকায় ডিবি পুলিশের আতঙ্ক বিরাজ করছে। ডিবি পুলিশের ব্যাপক অভিযানে বহু অপরাধীরা গা ঢাকা দিয়ে চলছে। আজ ৬ ডাকাতকে কোর্টে হাজির করে ৬ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে ডিবি পুলিশসূত্রে জানা যায়।
উল্লেখ্য থাকে যে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নানা পেশার মানুষ কাজের সন্ধানে আসে ফরিদপুর শহরের কামলা হাটে। এরা সকলেই শহরের কোন না কোন আবাসিক হোটেলে সিট নিয়ে বসবাস শুরু করে। কেউ কামলা খাটে কেউ রং মিস্ত্রি কেউ রাজমিস্ত্রি কেউ বা ছোটে অন্য কাজে। সকলের চোখেই এরা বাহিরের জেলার কামলা। আসলে এ কামলাদের আড়ালে লুকিয়ে আছে বহু অপরাধীর মুখ। পূর্ব থেকে উল্লেখিত অঞ্চলের এই কামলারা ফরিদপুরে বিভিন্ন কর্মমূখী মানুষের সাথে ফরিদপুরের দুটি কামলার হাটে বিক্রি হয়ে শহর সম্বন্ধে ও বহু নামীয় হোটেলের পরিবেশ পরিস্থিতি সম্বন্ধেও তাদের ধারনা অনেক। অর্থ্যৎ আগে থেকেই শহরের বিভিন্ন হোটেলে বর্ডার হিসাবে থাকায় এরা শহরের পুরানো অপরাধিদের কাছে পুরানো মুখ। কাজের ফাকে ফাকে চলতে থাকে ফরিদপুর শহরে বিভিন্ন অলিতে-গলিতে ঘোরাফেরা। খুজতে থাকে শহরের বিভিন্ন অপরাধীদের মুখ। ফলশ্রুতিতে শহরের অপরাধীদের বন্ধু বনে যায় এরাও। তথা ফরিদপুর শহর এবং উপ-শহরের বিভিন্ন জায়গায় গ্রীল কেটে মানুষের বাসাবাড়িতে চুরি, মটর সাইকেল চুরি, পানির পাম্প চুরি, পানির মটর চুরি, একেবারে কিছু না পেলে হাসমুরগী চুরি করে। অর্থ্যৎ এটি এদের পুরানো অভ্যাস বা পেশা। গোপনসূত্রটি দাবি করছেন অপরাধীরা চোর সেজে চুরি করে থাকা খাওয়ার অর্থ গোছায় এবং এর আড়ালে মাদক ব্যবসাও করে। বিষয়টি বিভিন্ন শ্রেণির মানুষের মুখে মুখে শোনা যায়। কেউ বলে আবার কেউ বলে না। এরই ধারাবাহিকতায়, শহরের বিভিন্ন জায়গায় উল্লেখিত নামীয় চুরির ঘটনাগুলো অব্যহত ঘটতে থাকে। আমলে নেন ফরিদপুরের গোয়েন্দা শাখা অর্থ্যৎ ডিবি পুলিশ। ফলশ্রুতিতে, দীর্ঘদিন পর চিরুনি অভিযান চালিয়ে গত শনিবার দিবাগত রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাজী শরিয়তউল্লাহ বাজার রথখোলা আবাসিক হোটেল গার্ডেন সিটিতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের ০৩ জনের নিকট হতে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ টি ছ্যানদা, ০২ টি দা, ০২ টি সেলাইরেঞ্জ, ০১ টি স্টিলের কুড়াল, ০১ টি হাতুড়ি, প্লাস ও গুটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, সংঘবদ্ধ ডাকাত দল কুখ্যাত ডাকাত সাগর শেখ এর নেতৃত্বে ফরিদপুর কোতয়ালী থানাধীন অম্বিকাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে। তারা উল্লিখিত আবাসিক হোটেল এর ২য় তলায় ২০৮ নং কক্ষে সমবেত হয়েছিল। গ্রেফতারকৃত ডাকাতদের নাম ১) সাগর শেখ (৩৬), পিতা-মৃত আঃ মালেক শেখ, মাতা-মৃত গোলে বেগম, সাং-গুনহার, ইউপি-কাশালিয়া, ২) আলম মোল্যা (৩০), পিতা-মৃত সোহরাব মোল্যা, মাতা-রোকেয়া বেগম, সাং-ডিগ্রিকান্দি, ইউপি-উজানী, ৩) জাহিদ খাঁ (২৫), পিতা-আজিজুল খাঁ, মাতা-বিকু বেগম, সাং-ব্রাক্ষনডাঙ্গা, ইউপি-গোহালা, ৪) আরমান শেখ (২৪), পিতা-শহিদ শেখ, মাতা-আছিয়া বেগম, সাং-প্রভাকরদী, সর্বথানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ, ৫) রাজন মোল্যা (২০), পিতা-বিল্লাল মোল্যা, মাতা-শিল্পী বেগম, সাং-মহিষাপুর, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর, ৬) মাহিম মোল্যা (২০), পিতা-মৃত আরিফ মোল্যা, মাতা-জেলেখা বেগম, সাং-সাঙ্গুরা, ইউপি-জামালপুর, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী। উক্ত ঘটনায় কোতয়ালী থানার মামলা নং-৪৪, তারিখ ১৩.০৬.২০২১ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনালকোড এবং কোতয়ালী থানার মামলা নং-৪৩, তারিখ ১৩.০৬.২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু হয়েছে। জনাব মোঃ আলিমুজ্জামান, বিপিএম সেবা, পুলিশ সুপার, ফরিদপুর এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুর এর নেতৃত্বে এসআই মোঃ আব্দুল জব্বার, এসআই মোঃ ফরহাদ হোসেন, সঙ্গীয় শাহীনুর রহমান ও অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় গ্রেফতার করে। আসামীদের নামে বিভিন্ন জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতি মামলা আছে। এ ব্যাপারে ওসি ডিবি ফরিদপুর সুনিল কর্মকারের সাথে কথা বললে তিনি প্রতিনিধিকে জানান, আমরা আগামীকাল উক্ত ডাকাতদের কোর্টে হাজির করে ৬ দিনের রিমান্ডের আবেদন করব। জিজ্ঞাসাবাদের পূর্বেই তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই মামলা পরিচালনা এবং আরও বহু অপরাধীকে শনাক্ত করতে সম্পূর্ণ তথ্য দেওয়া গেল না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত গ্রেফতার

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ