Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রতিশ্রুতির জোয়ারে ভাসছে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : প্রতিশ্রুতির জোয়ারে ভাসছে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আগামী ২৪ সেপ্টেম্বর দুই বছর মেয়াদি নির্বাচনে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর ‘শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদ’ প্যানেল সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় মেসার্স ইথেন এন্টারপ্রাইজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী শিল্পপতিদের ব্যবসা পরিচালনায় নানাবিধ অসুবিধা সমস্যা দূরকরণার্থে এবং জেলায় ব্যবসা-বাণিজ্যে গতি আনতে ও বিশেষায়িত শিল্প-কারখানা স্থাপনে চেম্বারের গতিশীল আধুনিক পরিশীলিত নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে ১৪টি ইশতেহার ঘোষণা করা হয়। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল তার প্যানেল থেকে ‘জেলার সীমান্তবর্তী উপজেলায় স্থলবন্দর প্রতিষ্ঠা, ব্যবসায়ী ও শিল্পপতিদের স্ব-স্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা বলয় সৃষ্টি করে সিসি ক্যামেরার আওতায় এবং তথ্য-প্রযুক্তি ব্যবহার বাড়ানো, চেম্বারের সদস্যদের কর ও ভ্যাট পরিশোধে ন্যায্যতা বজায় রাখা, ব্যবসায়ী ও শিল্পপতিদের ব্যাংকের আর্থিক সহযোগিতার আশ্বাস, সদস্যদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করাসহ ১৪টি ইশতেহার ঘোষণা করেন। এ সময় শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদ প্যানেলের আহম্মদ আলী, তৌফিকুল ইসলাম বাবু, মোস্তাফিজুর রহমান টুনু, দীপক কুমার সরকার, মোতাহার হোসেন পলাশসহ ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন। ‘নওগাঁবাসীর প্রাণের দাবি গ্যাস চাই’ সাংবাদিকদের এমন প্রশ্নে প্যানেলের সদস্যরা জানান, এটি নওগাঁবাসীর একটি দীর্ঘদিনের প্রত্যাশা এবং স্বপ্ন। নির্বাচনে বিজয়ী হলে গ্যাসের চাহিদা পূরণে আশ্বাস প্রদান করেন। এয়াড়া জেলার সীমান্তবর্তী এলাকা নিয়ামতপুর, পোরশা ও সাপাহারে আমের উৎপাদন বছর বছর বৃদ্ধি পাওয়ায় সংরক্ষণের অভাবে নষ্ট হয়। আম সংরক্ষণ এবং রপ্তানির জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিশ্রুতির জোয়ারে ভাসছে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ