Inqilab Logo

ঢাকা বুধবার, ২৮ জুলাই ২০২১, ১৩ শ্রাবণ ১৪২৮, ১৭ যিলহজ ১৪৪২ হিজরী

চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে আক্রান্ত ১৫৮ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ৮:০২ এএম

চট্টগ্রামে আরো ১৫৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে । গত ২৪ ঘণ্টায় ৯৩৫ জনের নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ শনাক্ত হয়। এ সময় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আগের দিন সোমবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয় ২২৫ জন। ওইদিন মারা গেছেন ৩জন। শনাক্ত বিবেচনা আক্রান্তের হার ছিল ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এ হার ১৬ শতাংশে নেমে এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ১০৬ জন এবং বাকি ৫২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৯০ জন। মারা গেছেন ৬৪৫ জন। চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত বছরের ৩ এপ্রিল। করোনায় প্রথম মৃত্যু হয়েছে একই বছরের ৯ এপ্রিল। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ