শিল্প জোন গঠনের দাবি
ব্যাটারি উৎপাদন ও রিসাইক্লিংয়ের জন্য একটি শিল্প জোন গঠনের দাবি জানিয়েছে ব্যাটারি প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি। সমিতির নেতারা বলেন, দেশিয় শিল্প উদ্যোক্তারা পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদন
সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) কার্ড পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত অনিবাসী রফিকুল ইসলাম মিয়া আরজু। বৈদেশিক মুদ্রা স্বদেশে বিনিয়োগ করা এবং দেশের উন্নয়নে অবদান রাখায় তাকে এ কার্ড দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মেলন কক্ষে অতিরিক্ত সচিব ও সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত সুলতান উল ইসলাম চৌধুরীর হাত থেকে তিনি সিআইপি কার্ড নেন। এ সময় অন্যান্যের মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব পারভীন বানু, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আয়েজউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।