Inqilab Logo

শুক্রবার, ৩০ জুলাই ২০২১, ১৫ শ্রাবণ ১৪২৮, ১৯ যিলহজ ১৪৪২ হিজরী

সোমালিয়ায় সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত ১৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ১২:২১ পিএম

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই সেনাবাহিনীতে সদ্য যোগ দেন।

দেশটির কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী মোগাদিসুতে অবস্থিত জেনারেল দেগাবান মিলিটারি ক্যাম্পের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে প্রচুর মানুষের সমাগম থাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।

প্রসঙ্গত, এই হামলার ঘটনায় দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটির ক্ষমতাসীন সরকার এই ঘটনার জন্য জঙ্গিগোষ্ঠী আল শাবাবকেই দায়ী করেছে। সূত্র- রয়টার্স। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোমালিয়া


আরও
আরও পড়ুন