Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হার্ট এ্যাটকে মারা গেলেন বগুড়ার সাংবাদিক এম ছারোয়ার খান

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ৯:৫৯ এএম

করোনা পরবর্তি জটিলতা ও একমাত্র যুবক পুত্রের অকাল বিয়োগের শোক কাটিয়ে উঠতে না পেরে হার্ট এটাকে মারা গেলেন বগুড়ার বর্ষিয়ান সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এম ছারোয়ার খান (৭০)।
বৃহষ্পতিবার সকালে তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। চার দশকের সাংবাদিকতা জীবনে তিনি বগুড়ার বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেন। সর্বশেষ তিনি স্থানীয় দৈনিক চাঁদনী বাজারে তিনি ষ্টাফরিপোর্টার পদে কর্মরত ছিলেন।
সম্প্রতি করোনা পজিটিভ হয়ে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। কয়েকদিন আগেই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাসায় ফিরেছিলেন । তিন আগে হার্ট এ্যাটকে মারা যান তাঁর একমাত্র যুবক পুত্র জিয়া হায়দার সেতু(৩৬)।
মুলত বার্ধক্য, করোনা পরবর্তি জটিলতা এবং পুত্রশোকের ধকলেই তাঁর মৃত্যু হয় বলে জানান তার স্বজন ও সহযোগিগন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ