Inqilab Logo

ঢাকা সোমবার, ২৬ জুলাই ২০২১, ১১ শ্রাবণ ১৪২৮, ১৫ যিলহজ ১৪৪২ হিজরী

অশ্রুসজল চোখে মাদ্রিদকে বিদায় রামোসের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ১১:৪৬ পিএম | আপডেট : ৬:১৭ পিএম, ১৮ জুন, ২০২১

কথা বলতে বলতে বার বার গলা ধরে আসছিল তার। শেষ পর্যন্ত ক্যামেরার সামনেই চোখ মুছলেন। রিয়ালে মাদ্রিদকে বিদায় বলতে গিয়ে আজ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সার্জিও রামোস। জীবনানন্দের কবিতার মতো বলেছেন, 'আবার আসিব ফিরে এই বার্নাব্যুতে।'

ঘোষণাটা এসেছিল কাল। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিল, রামোসের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে ক্লাবের। নতুন কোথাও যাচ্ছেন এই ডিফেন্ডার। ১৬ বছর আগে রিয়ালে এসেছেন, এরপর জিতেছেন সম্ভাব্য সবকিছুই। হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগজয়ী অধিনায়ক হয়েছেন, লা দেসিমার জয়ে শেষ মুহূর্তে গোল করে জন্ম দিয়েছেন স্মরণীয় মুহূর্তের। রিয়ালের ১৬ বছরে এমন অনেক মনে রাখার মতো মুহূর্ত আছে তার।

আজ মাদ্রিদে রামোসের জণ্য আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। সেখানে এক ফ্রেমে রিয়ালের হয়ে জেতা তার সব ট্রফি ধরাতেই হিমশিম খেয়ে যেতে হয়েছে আয়োজকদের। হওয়ারই কথা অবশ্য। তবে রামোস শেষ বেলায় কথা বলতে গিয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। শুধু বলতে পেরেছেন, 'আমি চলে যাচ্ছি, তবে রিয়াল সবসময় আমার হৃদয়ে থাকবে। একদিন না একদিন আমি এখানে আবার ফিরব।'

কিন্তু কেন রিয়াল ছেড়েছেন? এই প্রশ্নের উত্তরে রামোস যা বলেছেন সেটা অবাক করার মতোই, 'আমি থাকতেই চেয়েছিলাম। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বেতন কমানোর সঙ্গে এক বছরের চুক্তির। কিন্তু আমি নিজের ও পরিবারের জন্য চেয়েছিলাম দুই বছরের চুক্তি। শেষ পর্যন্ত এক বছরের চুক্তিতে রাজি হই, কিন্তু ক্লাব থেকে জানানো হয় অনেক দেরি হয়ে গেছে।' 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন