Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোভিড ১৯ হিরু গ্লোডেন এ্যওয়ার্ড পেলেন অতিরিক্ত সচিব ও ঢাকা অফিসার্স ক্লাব সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন

ভোলা জেলা সংবাদদাত | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ১:০৬ পিএম

করোনা প্রতিরোধে অসামান্য ভুমিকা পালন করায় কোভিড '১৯ হিরু গ্লোডেন এ্যওয়ার্ড পেলেন ঢাকা অফিসার্স ক্লাব সাধারন সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন।জানা যায় ২০২০ সালের ৮ মার্চ থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের করোনা মহামারী শুরু হলে তা প্রতিরোধে ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে অফিসার্স ক্লাবের সদস্য, তাদের পরিবার সহ কয়েক হাজার মানুষের বিনা খরচে করোনা টেস্ট করানো, ৯০ জন ডাক্তার দিয়ে টেলিমেডিসিন সেবা দেয়া, করোনা রোগীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা, অসহায় দরিদ্রদের মাঝে ৩৯ লক্ষ্য টাকা বিতরন করা সহ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তিনি। দরিদ্রদের মাঝে তিনি হ্যান্ডসেনিটাইজার, মাস্ক, সুরক্ষা সামগ্রী ও জরুরী ঔষধ বিতরণ সহ একজন করোনা যোধ্বা হিসেবে অসামান্য ভূমিকা পালন করে আসছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। তার এই অসামান্য অবদানের জন্য ১৮জুন, ২০২১ রাত ৮ টায় শুক্রবার বনানী একটি হোটেলে তাকে রোটারী ইন্টারন্যাশনাল কর্তৃক COVID-19 HERO Award প্রদান করা হয় এই গুনিজনকে। অনুষ্ঠানে মাননীয় বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী Certificate of Appreciation and Gold Award তার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কে এম মোজাম্মেল হক, বাংলাদেশের বিভিন্ন রোটারি ক্লাবের সম্মানীত গভর্নরবৃন্দ, জুমে অংশ গ্রহন করেন বিশ্বের বিভিন্ন দেশের রোটারিয়ান ক্লাবের সম্মানীত সদস্যবৃন্দ ও অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ