Inqilab Logo

সোমবার, ০২ আগস্ট ২০২১, ১৮ শ্রাবণ ১৪২৮, ২২ যিলহজ ১৪৪২ হিজরী

চলতি বছর করোনার ওষুধ আনছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাস মহামারি মোকাবেলায় নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। করোনা প্রতিরোধে ওষুধ তৈরির জন্য গবেষণায় ৩০০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। চলতি বছরের শেষ নাগাদ এই ওষুধ আসতে পারে। যা দিয়ে ভবিষ্যতে হাজারো মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। বৃহস্পতিবার মার্কিন সরকারের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর এই কর্মস‚চীর ঘোষণা দেয়। এর ফলে আশাব্যঞ্জক যেসব ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে, সেগুলো নিয়ে গবেষণার গতি বাড়বে। নতুন এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে ‘দ্য অ্যান্টিভাইরাল প্রোগ্রাম ফর পেনডেমিকস’। এর মাধ্যমে শুধু করোনার ওষুধ তৈরির জন্য নয়, আগামী দিনে যেসব রোগের মহামারি আসতে পারে, সেসব মহামারি মোকাবিলায় নতুন ওষুধ তৈরিতে গবেষণার জন্য এই কর্মস‚চি হাতে নেওয়া হয়েছে। নিউইয়র্ক টাইমস। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ