Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আফগানিস্তানে মার্কিন দূতাবাসের ১১৪ কর্মী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ১:০০ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের ১১৪ জন কর্মী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা হানা দেয়ায় দূতাবাসে বর্তমানে ভিসা কার্যক্রমসহ অন্যান্য নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, যেসব করোনা রোগীদের অক্সিজেন প্রয়োজন তাদের জন্য অস্থায়ী ওয়ার্ড স্থাপন করা হয়েছে। বেশিরভাগ আক্রান্তরা করোনার টিকা নেননি।
দূতাবাস কর্তৃপক্ষ ঘরোয়া বৈঠক নিষিদ্ধ করেছে। তবে একেবারে গুরুত্বপূর্ণ হলে বৈঠকের অনুমতি পাওয়া যাবে। এছাড়া ভেতর ও বাইরের সুইমিং পুল ও জিম বন্ধ করা হয়েছে।
সংক্রমণ না কমা পর্যন্ত এসব বিধিনিষেধ জারি থাকবে এবং আক্রান্ত হয়ে এককর্মীর মৃত্যুর কথাও জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
আফগানিস্তানে সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে মহামারিতে এখন পর্যন্ত ৩ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দেশটিতে ২ হাজার ৩১৩ জন আক্রান্ত ও ১০১ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে টিকাদান শুরু হওয়ার পর মাত্র ১ শতাংশ মানুষ তা পেয়েছেন। সূত্র: ইয়াহু নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ