Inqilab Logo

শুক্রবার, ৩০ জুলাই ২০২১, ১৫ শ্রাবণ ১৪২৮, ১৯ যিলহজ ১৪৪২ হিজরী

দক্ষিণাঞ্চলে দুমাসে সর্বোচ্চ সংক্রমন খুলনা-বাগেরহাট সংলগ্ন পিরোজপুরে সংক্রমন বাড়ছে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ২:০১ পিএম

খুলনা-বাগেরহটের সীমান্তবর্তী পিরোজপুরে এযাবতকালের সর্বোচ্চ সংক্রমনের ফলে দক্ষিনাঞ্চলের করোনা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। পিরোজপুরের পাশের জেলা ঝালকাঠীর অবস্থাও অবনতিশীল। বরিশাল মহানগরীতে আক্রান্তের সংখ্যা আগের দিনের ৩৩ থেকে ১৬ জনে হ্রাস পেলেও এ নগরীতে নুন্যতম স্বাস্থ্যবিধি অনুসরনের কোন বালাই নেই। নগর প্রশাসনও এ ব্যাপারে তেমন কোন পদক্ষেপ গ্রহন করছে না বলে আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে শংকিত স্বাস্থ্য বিভাগ সহ বিশেষজ্ঞ চিকিৎসকগন।
রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৬৯ জন সহ ৬ জেলায় ১ লাখ ১১ হাজার ৭৪৪ জনের নমুনা পরিক্ষায় ১৬ হাজার ২৮০ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার ১৪.৬৩%। এরমধ্যে চলতি মাসের ১৯ দিনে ৪ হাজার ৭৪১ জনের নমুনা পরিক্ষায় ৭২৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে বলে জানা গেছে। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় নতুন ৩৪ জন সহ এ অঞ্চলে সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৫১১ জন। সুস্থতার হার ৮৯.৩৫%।
রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনের সংখ্যা ছিল গত দু মসের সর্বোচ্চ,৬৯ জন। রোববার নতুন সনাক্তদের মধ্যে শুধু পিরোজপুরেই সংখ্যাটা ৩২। ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৫৪ জনে উন্নীত হল। জেলাটিতে ইতোমধ্যে মারা গেছেন ৩২ জন। দক্ষিণাঞ্চলে গড় সনাক্তের হার ১৪.৬৯% হলেও পিরোজপুরে তা এ অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ, ১৮.৭২%। জেলাটিতে মৃত্যু হার ১.৭০%। পিরোজপুর সহ দক্ষিণাঞ্চচলের সাথে খুলনা বিভাগের সড়ক পরিবহন বন্ধে স্বাস্থ্য বিভাগের পরামর্শ নিয়ে প্রশাসন রোববার পর্যন্ত কোন সিন্ধান্ত গ্রহন করেনি। তবে খুলনা জেলার প্রশাসন সেখানের সাথে গনপরিবহন বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
অপরদিকে পিরোজপুর ও বরিশালের মধ্যবর্তি ঝালকাঠীতে রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের ৬ থেকে ৭ জনে উন্নীত হয়েছে। এ জেলাটিতে সনাক্তের হার এখন দক্ষিণাঞ্চলের সর্বাধীক, ১৯.০৬%। এ পর্যন্ত ঝালকাঠীতে আক্রান্ত ১ হাজার ৪৩৩ জনের মধ্যে মারা গেছেন ৩৩ জন। ৪ উপজেলার ছোট এ জেলাটিতে মৃত্যুহারও এ অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ, ২.০৯%।
বরিশাল বিভাগীয় সদরে আক্রান্তের সংখ্যা আগের দিনের ৪১ থেকে রোববার ৩৩ জনে হ্রাস পেলেও মহানগরীতেই সংখ্যাটা ছিল ১৬ জন। মহানগরীতে প্রায় সাড়ে ৫ হাজার সহ এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা সরকারী হিসেবে ইতোমধ্যে ৭ হাজার ৩১৭ জনে উন্নীত হয়েছে। জেলাটিতে করোনা সংক্রমনে মৃত্যু হয়েছে ১২৫ জনের। যার মধ্যে মহানগরীতেই ৬৭। এ জেলায় গড় সনাক্তের হর এখন ১৭.২৯%।
পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ৯ জন সহ মোট আক্রান্ত ২ হাজার ৩৬৫ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের। এ জেলায় মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২.২৪% হলেও সনাক্তের হার দ্বিতীয় সর্বনি¤œ, ১০.৭৮%। দ্বীপজেলা ভোলাতে গত ২৪ ঘন্টায় আরো ৫জন সহ মোট আক্রান্তের সংখ্যাটা দু হাজারের কাছে ১ হাজার ৯৯৫। জেলাটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের। জেলাটিতে মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ ১.৩০%, আর সুস্থতার হারও সর্বোচ্চ ৯৭.৭৬%।
বরগুনাতে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ, একজন। এ নিয়ে জেলাটিতে মোট আক্রান্ত ১ হাজার ৩২২ জনের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে মৃত্যুহার দক্ষিণাঞ্চলের তৃতীয় সর্বোচ্চ ২.০৪% হলেও সনাক্তের হার সর্বনি¤œ ৯,৪৫% 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ