Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রামগতিতে যুবলীগ সভাপতিকে বহিষ্কার

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ৫:৩২ পিএম

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় চরপোড়াগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাহেদ বিপ্লবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৯ জুন ) লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহউদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত রাহেদ বিপ্লব চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী নৌকার মনোনীত নুরুল আমিন হাওলাদারের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এব্যাপারে রাহেদ বিপ্লব বলেন। এবারে আমি দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীক চেয়েছিলাম, কিন্তু দল আমাকে নৌকা দেয়নি। জনগণ আমাকে চেয়ারম্যান হিসেবে চায়, তাই আমি নির্বাচন করছি। দলের যে কোনও সিদ্ধান্ত আমি মাথা পেতে নেবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিষ্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ