Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রকাশ হচ্ছে শিল্পী আসিফ আকবরের জীবনী গ্রন্থ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০১ এএম

কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবন মানেই বিতর্ক, রোমাঞ্চকর উত্থান-পতনের গল্প। সেসব গল্প অনেক ফিকশনকেও হার মানায়। কণ্ঠশিল্পী হিসেবে আসিফের উত্থান, রাজনীতির মঞ্চে আবির্ভাব কিংবা মামলা মাথায় নিয়ে হাজতবাস- এ সবই যেন আসিফ আকবরের বর্ণিল জীবনকে প্রকাশ করে। এবার শিল্পী আসিফ আকবরের সেই বর্ণিল জীবনের গল্প এক মলাটে প্রকাশ হতে যাচ্ছে শিগগিরই। লিখছেন সাংবাদিক-লেখক সোহেল অটল।এ সম্পর্কে সোহেল অটল বলেন, গল্প লেখক হিসেবে শিল্পী আসিফ আকবরের জীবনের ঘটনাপ্রবাহ আমার কাছে খুব আকর্ষনীয় মনে হয়েছে। তার জীবনের পরতে পরতে রোমাঞ্চকর বিষয়াদী রয়েছে। যা একজন ফিকশন রাইটার হিসেবে আমাকে উদ্বুদ্ধ করেছে জীবনী গ্রন্থ লিখতে। অন্যদিকে শিল্পী আসিফ আকবর সমাজের আলোচিত সেলিব্রিটি। তার জীবনের না বলা ঘটনাপ্রবাহের প্রতি সাধারণ মানুষেরও আগ্রহ রয়েছে। তার জীবনী গ্রন্থে এমন কিছু থাকছে যা অনেককেই চমকে দিতে পারে। আসিফ আকবর বলেন, বিভিন্ন সময়ে পত্র-পত্রিকা কিংবা টেলিভিশন ইন্টারভিউয়ে আমার জীবনের খন্ডিত অংশ উঠে এসেছে। সব সময় সব কথা বলতেও পারিনি। বলা যায়ও না। এবার মনে হলো, জীবনী গ্রন্থে সেসব অজানা গল্প লিপিবদ্ধ হয়ে থাকুক। সোহেল অটল বেশ ভালো লেখেন। তাকেই এটা লেখার উপযুক্ত মনে হয়েছে আমার। উল্লেখ্য, সাংবাদিক সোহেল অটল-এর লেখা তিনটি গল্পগ্রন্থ এর আগে প্রকাশিত হয়েছে। সেগুলো হলো- প্যারানরমাল প্লট (ছোটগল্প সংকলন), লুসি ও তার প্রেমিকেরা (ছোটগল্প সংকলন) ও ছায়ামানবী (রহস্যগল্প)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসিফ আকবর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ