Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজধানীতে ভারী বর্ষণ, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১০:১১ এএম

রাজধানীতে কয়েকদিন ধরে টানা বর্ষণে অনেক স্থানে পানি জমে গেছে কিংবা ডুবে গেছে। এতে করে নগরবাসীকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। সড়কগুলো তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টি থেমে থেকে হচ্ছিল। এতে দুর্ভোগে পড়ে কর্মস্থলমুখী মানুষ।

পরিবহন স্বল্পতার পাশাপাশি সৃষ্টি হয় যানজটেরও। বেশি ভাড়া নেয় সিএনজি অটোরিকশা ও রিকশাগুলো। কোথাও কোথাও ভ্যানে করে পার হতে হয় জলাবদ্ধ সড়ক।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের স্ক্রলে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত দেওয়া আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালীর মাইজদীকোর্টে ৭৮ মিলিমিটার, সন্দ্বীপে ৬৯ মিলিমিটার, সীতাকুণ্ডে ৫০ মিলিমিটার এবং মোংলায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ