Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটে আরো ৩ জনের মৃত্যু করোনায়, আক্রান্ত ১১৩

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৩:১৫ পিএম

গত ২৪ ঘন্টায় সিলেটে করোনায়া মারা গেছেন আরও ৩ জন। সেই সাথে আক্রান্ত সনাক্ত হয়েছেন ১১৩ জন। এরমধ্যে ৫৯ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০৩ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ২২ জুন পর্যন্ত ১৪ মাসে বিভাগে ৪৫২ জনের মৃত্যু হয়েছে করোনায়। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় ৩৭০ জনের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়া সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৯ জন ও ৩৩ জন রয়েছেন মৌলভীবাজারের। আজ মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১১৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট ৫৯ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৫ জন, ১৮ জন মৌলভীবাজারে ও সিলেট ওসমানী মেডিকেলে করোনা সনাক্ত হয়েছে আরও ২৪ জনের। নতুন এই ১১৩ জনসহ বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪০৫ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৯৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৯২ জন ও ২ হাজার ৭৬০ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০৩ জন। এরমধ্যে সিলেট জেলার ৬৩ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২ জন ও আরও ৪৪ জন রয়েছেন মৌলভীবাজারের। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৮৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৪৩২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৯২ জন ও ২ হাজার ৫৩৯ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেট জেলার ১৪ জন ও আরও ২ জন রয়েছেন সুনামগঞ্জে। সব বিমিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪৭ জন রয়েছেন চিকিৎসাধীন। এরমধ্যে সিলেট জেলায় ২৩৫ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন, আরও ৩ জন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। এরমধ্যে ২ জন সিলেটের ও হবিগঞ্জের ১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ