Inqilab Logo

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, ২৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বিএনপি নেতা মাহবুবুর রহমান সস্ত্রীক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৭:০৬ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও তার স্ত্রী আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিন। আনারকলি ফরহাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় বোন। মঙ্গলবার তিনি বলেন, আমার বড় বোন ও দুলাভাই (মাহবুবুর রহমান) করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশবাসীসহ নেতাকর্মীদের কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। মাহবুবুর রহমান খালেদা জিয়ার শাসনমালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি অষ্টম জাতীয় সংসদে দিনাজপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হন। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রবীণ সদস্য মাহবুবুর রহমানের বয়স বর্তমানে ৮২ বছর। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি নেতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ