Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেট-ঢাকা পথে বাসা চলাচলে নিষেধাজ্ঞা, বিড়ম্বনায় যাত্রীরা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৮:১১ পিএম

ঢাকার আশপাশের সাত জেলায় চলছে কঠোর বিধিনিষেধ। করোনাভাইরাসের বিস্তার রোধেই মূলত এ বিধিনিষেধ। আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে বিধিনিষেধ শুরু হওয়ায় এসব জেলার উপর দিয়ে ঢাকায় ঢুকতে পারছে না কোনো গাড়ি। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলায় লকডাউনের কারণে সিলেট থেকে ঢাকায় কোন গাড়ি চলাচল করতে পারছে না। কিংবা ঢাকা থেকে কোন গাড়ি আসছে না সিলেটেও। এতে করে সিলেট-ঢাকা রোডের যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়।

জানা গেছে, করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে ঢাকার আশপাশের সাত জেলায় মঙ্গলবার থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এসব জেলায় মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব এই সিদ্ধান্ত জানানোর পর রেলপথ বিভাগ থেকে জানানো হয়, ট্রেন এসব জেলার উপর দিয়ে চললে থামবে না। বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিও দূরপাল্লার সব বাস, লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেয়। বাস চলাচল বন্ধ প্রসঙ্গে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম মঙ্গলবার বিকেলে বলেন, গেল রাত (সোমবার) ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। এরপরে আর কোন বাস ছেড়ে যায়নি। কিংবা ঢাকা থেকেও এখন কোন বাস আসছে না সিলেটে। এদিকে ওই রোডে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা পড়েছেন বেশ বিড়ম্বনায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ