Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রতিদিন ২ লিটার করে মূত্র দেয়ার নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০১ এএম

খাদ্যদ্রব্যের অগ্নিমূল্যে পুড়ছে মানুষজন। খাদ্য সঙ্কট এমন পর্যায়ে পৌঁছেছে যে সামাল দিতে অদ্ভুত নিয়ম আরোপ করেছে কর্তৃপক্ষ। প্রতিদিন কৃষকদের ২ লিটার করে মূত্র দেয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এনকে নিউজ জানিয়েছে, দেশটিতে এক কেজি কলা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩৬ রুপিতে। ব্ল্যাক টি-এর এক প্যাকেটের দাম ৫ হাজার ১৬৭ রুপি। কফির দাম ছুঁয়েছে ৭ হাজার ৩৮২ রুপিতে। এক কেজি কর্নের প্যাকেটের দামও ২০৪.৮১ রুপি। দেশটিতে যে পরিমাণ খাদ্য মজুত আছে তাতে ২ মাসও চলবে না। করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক সীমানা বন্ধ হয়ে যাওয়ায় এমন বিপদে পড়েছে উত্তর কোরিয়া। খাবার থেকে কীটনাশক এবং তেল সবকিছুর জন্যই চীনের উপর নির্ভর করে উত্তর কোরিয়া। কিন্তু করোনা পরিস্থিতিতে সংক্রমণের ভয়ে দুই দেশের বাণিজ্য এখন তলানিতে। চীনের সরকারি তথ্য অনুযায়ী, ২.৫ বিলিয়ন ডলার থেকে উত্তর কোরিয়ার আমদানি ৫০০ মিলিয়ন ডলারে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে ঘোরতর খাদ্যসঙ্কটে দেশ। এনকে নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ