Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঈদগাঁও ট্রাফিক পুলিশের চাঁদাবাজি: ইন্সপেক্টর পলাশ চন্দ্র বদলী, গাড়ির মালিক-শ্রমিকদের স্বস্তি

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১০:৪৯ পিএম

কক্সবাজারের ঈদগাঁও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) পলাশ চন্দ্র সাহা'কে বদলী করা হয়েছে। তাকে কক্সবাজার শহর ট্রাফিক পুলিশে সংযুক্ত করা হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার এম.এম রকিবুল রেজা।

২২ জুন বিকালে তাকে বদলী করা হয়। এ সংক্রান্ত তাকে একটি পত্র দেওয়া হয় বলে জানা যায়। নতুন ইন্সপেক্টর টিআই হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন, মুস্তাক আহমদ। তিনি এর আগে কক্সবাজার শহরে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, টিআই পলাশ চন্দ্র সাহা যোগদানের পর থেকে ননস্টপ চাঁদাবাজি, আটক বাণিজ্য, মাসোহারা আদায়সহ নানা অনিয়ম করে আসছিলেন এমন অভিযোগ রয়েছে। এসব বিষয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশ হলে জেলা পুলিশের নজরে আসে৷ সার্বিক বিষয় বিবেচনা করে পলাশ চন্দ্র সাহাকে বদলী করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার ট্রাফিক।

এদিকে তার বদলী আদেশের খবরে স্থানীয় পরিবহন মালিক-শ্রমিক ও ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ফিরেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ