Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কন্ঠশিল্পী তৌসিফকে জীবননাশের হুমকি দিচ্ছে মাদক ব্যবসায়ী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১০:০৯ এএম

জনপ্রিয় কন্ঠশিল্পী তৌসিফ আহমেদকে জীবননাশের হুমকি দিয়ে ফোন করে যাচ্ছে আরিফ নামে একজন মাদক ব্যবসায়ী। এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার। তাই নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (২২ জুন) রাতে নগরীর মোহাম্মদপুর থানায় জিডি করেছেন তিনি। তৌসিফ আহমেদ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

জিডির কপি থেকে জানা যায়, সোমবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় তৌসিফের বাসার কাছে ১০-১২জন ছেলে একটি ছেলেকে মারধর করছিল। তা দেখে এর প্রতিবাদ করেন এই শিল্পী। ছেলেটিকে উদ্ধার করে তার চিকিৎসাও করান। আর এজন্য তৌসিফকে হত‌্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তৌসিফ।

তৌসিফ আহমেদ বলেন, ‘আমার বাসায় যে কাজ করে তার সন্তানকে কয়েকজন ছেলে মিলে মারধর করলে আমি এর প্রতিবাদ করি এবং ওদের হাত থেকে ওকে রক্ষা করে, তার চিকিৎসার ব্যবস্থা করি। এটাই আমার অপরাধ। সন্ধ্যার পর আরিফ নামে একজন আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে। জানতে পারি, ওই ছেলেগুলো আরিফের লোকজন ছিল।’

তৌসিফ আরো বলেন, ‘পরে খোঁজ নিয়ে জানতে পারি, আরিফ মোহাম্মদপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে অসংখ্য মামলা আছে। সে বলে প্রশাসন দিয়ে আমাকে মেরে ফেলবে, এর জন্য যত টাকা হোক সে নাকি খরচ করবে। শুধু তাই না, প্রশাসন নাকি তার পকেটে, সে যা চাইবে তা-ই হবে।’

তৌসিফ জানান, নিরাপত্তার কথা ভেবে তিনি নিকটস্থ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, ‘পরিচিত সবাইকে বিষয়টি জানিয়েছি আর আর সেও (আরিফ) হুমকি দিয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়েই জিডি করার সিদ্ধান্ত নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমি থানায় যাচ্ছি জিডি করার জন্য।’

তৌসিফের সর্বশেষ অ্যালবাম 'অবশেষে' প্রকাশিত হয়েছিল ২০১৮ সালে। এরপর অ্যালবাম না এলেও কিছু একক গান প্রকাশ হয়। সর্বশেষ নতুন গান প্রকাশিত হয়েছিল গেল ঈদে জি-সিরিজের ব্যানারে। আসছে ঈদেও ভক্তদের জন্য থাকবে তার নতুন কাজ। পাশাপাশি এই শিল্পী ব্যস্ত আছেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ