Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাথা মুন্ডিয়ে তৃণমূলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১২:০২ এএম

নির্বাচনে বিপুল বিজয়ের পর ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা দলে দলে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে। কেউ কেউ ‘ভুলের প্রায়শ্চিত্ত’ করতে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে ফিরছেন তৃণমূলে। মঙ্গলবার খানাকুলেও তৃণম‚লে যোগ দিলেন এলাকার একঝাঁক বিজেপি নেতাকর্মী। জি-নিউজের খবরে বলা হয়েছে, বিজেপির কর্মী হওয়াকে ভুল কাজ বলে স্বীকার করে মাথা মুন্ডিয়ে যোগ দিয়ে এবার ব্যাপক আলোচনায় এসেছেন খানাকুলের বলপাই বিজেপি নেতা বিভাস মালিক। তার নেতৃত্বে একঝাঁক বিজেপি নেতাকর্মী মঙ্গলবার তৃণম‚ল কংগ্রেসে যোগ দেন। অধিকাংশ নেতাকর্মীই মাথা ন্যাড়া হয়ে তৃণম‚লের পতাকা হাতে তুলে নেন। আলোচিত ঐ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সংসদ সদস্য অপরূপা পোদ্দার। নিজেদের দুর্বলতার কথা অস্বীকার করে বিজেপির আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষ দাবি করেছেন, খানাকুলে বিভাস মালিকসহ কয়েক জন বিজেপিতে যোগ দিয়েছেন। ওরা তৃণম‚ল থেকে বিজেপিতে এসেছিল। এখন দেখছে বিজেপিতে এসে কোনো লাভ নেই। আসলে ওরা ইনকাম করার জন্য এসেছিল। এখন ওরা সেটা বুঝতে পেরেছে। এরা কোনো দলের সম্পদ হতে পারে না। এরা ভবঘুরে। এতে দলের কোনো ক্ষতি হবে না। দলের আসল সমর্থকরা এখনো অত্যাচারিত হয়ে বিজেপিতেই রয়েছেন। জি-নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ