Inqilab Logo

রোববার, ০১ আগস্ট ২০২১, ১৭ শ্রাবণ ১৪২৮, ২১ যিলহজ ১৪৪২ হিজরী
শিরোনাম

নতুন বিজ্ঞাপনে শুভ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১২:০২ এএম

নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন চিত্রনায়ক আরেফিন শুভ। সম্প্রতি হিমালয়া মেনজ ফেসওয়াশের একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। এটি নির্মাণ করেছেন আশফাক বিপুল। শুভ তার ফেসবুক পেজে বিজ্ঞাপনের শুটিংয়ের একটি ছবিও দিয়েছেন। সেখানে দেখা যায়, একজন কাবাডি খেলোয়াড় হিসেবে তিনি খেলছেন। প্রতিপক্ষ কয়েকজন খেলোয়াড় শুভকে সামলাতে হিমশিম খাচ্ছেন। বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই দেখা যাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। এদিকে, আগামী আগস্টের শেষের দিকে শুরু হবে শুভর নির্মাণাধীন চলচ্চিত্র বঙ্গবন্ধুর দ্বিতীয় ধাপের শুটিং। এছাড়া নূর নামের একটি সিনেমায় অভিনয় করবেন। তার অভিনীত আলোচিত আরেক সিনেমা মিশন এক্সট্রিম মুক্তির অপেক্ষায় রয়েছে। করোনার প্রকোপ কমলে এটি মুক্তি দেয়া হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ