Inqilab Logo

শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮, ২০ যিলহজ ১৪৪২ হিজরী
শিরোনাম

নওমুসলিম ওমর ফারুক খুন বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বান্দরবান : | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১২:০০ এএম

বান্দরবানের রোয়াংছড়িতে ইসলাম ধর্ম গ্রহণের পর উপজাতীয় সন্ত্রাসীদের গুলিতে নিহত ওমর ফারুকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন মসজিদের ইমাম ও আলেমরা। গতকাল বুধবার সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন সর্বস্থরের জনতা। মানববন্ধনে বক্তারা বলেন, বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন প্রকাশ, শাস্তি নিশ্চিতসহ অন্যান্য নওমুসলিম পরিবারগুলোর নিরাপত্তা, সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-আলেম সমাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামী, বাজার শাহে জামে মসজিদের খতিব মাওলানা এহছানুল হক আল মূইন, মাওলানা আহমদ জহির, আবদুল আওয়াল, মাওলানা মজিবুল হক, প্রেসক্লাব সাবেক সভাপতি বাদশা মিয়া মাষ্টার, মাওলানা আবুল কালাম আজাদ।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ