Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১, ১২ শ্রাবণ ১৪২৮, ১৬ যিলহজ ১৪৪২ হিজরী
শিরোনাম

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবা ও বিদেশী মদসহ দুই এনজিও কর্মী আটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১০:৫৪ এএম

কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবা, বিদেশী মদ ও নগদ টাকা নিয়ে দুই এনজিও কর্মীকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা।

বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় বহির্গমন লাউঞ্জের ভেতর বসার জায়গা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

কক্সবাজার বিমানবন্দরে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা জানান, বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জের ভেতর সিভিল এভিয়েশনের বসার জায়গার পাশে অভিযান চালিয়ে ২০৮ পিস ইয়াবা, ১টি স্কচ হুইস্কি ও নগদ দেড় লাখ টাকাসহ গাজীপুরের চান্দরার বাবুল মিয়ার মেয়ে এলিজা আক্তার (২৩) এবং টাঙ্গাইল জেলা সদরের রেজিঃ পাড়ার গোপাল চন্দ্র সাহার পুত্র পার্থ প্রতিম সাহা (৩৬) কে আটক করা হয়।

সেই সাথে পার্থ প্রতিমের পাসপোর্ট জব্দ করা হয়। দুইজনই একটি এনজিওতে কর্মরত রয়েছে বলে সূত্র জানায়।

কক্সবাজার ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. নাঈমুল হক জানান, ব্যাটালিয়নের এসআই (নিঃ) মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর জব্দকৃত ইয়াবা, হুইস্কি, নগদ টাকা জব্দকৃত পাসপোর্টসহ ধৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার থানার ওসি (তদন্ত) বিপুল। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক


আরও
আরও পড়ুন