Inqilab Logo

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১, ২১ শ্রাবণ ১৪২৮, ২৫ যিলহজ ১৪৪২ হিজরী

আশাশুনিতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ২:১৭ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে নয়ন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় আশাশুনি-ঘোলা সড়কের আমতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা গ্রামের হোসেন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু নয়ন আশাশুনি-ঘোলা সড়কের আমতলা মোড়ে রাস্তার পাশে দাড়িয়ে ছিল। এসময় ঘোলা থেকে একটি যাত্রিবাহী ইজিবাইক আশাশুনি সদরে যাওয়ার সময় আমতলা মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে একটি ইট বোঝাই ট্রলি প্রধান সড়কে উঠার সময় ইজিবাইকটি নিয়ন্ত্রয় হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা শিশু নয়নের উপর তুলে দেয়। এতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবীর জানান, ঘটনাস্থল থেকে ইজিবাইকসহ চালক বিল্লাল গাজীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ