Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিদেশগামীদের ভ্যাকসিন প্রাপ্তিতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে -প্রবাসী কল্যাণ মন্ত্রী

টিকার দাবিতে প্রবাসী ভবনে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ৩:২৫ পিএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. ইমরান আহমদ এমপি বলেছেন, বিদেশগামী কর্মীদের ভ্যাকসিন প্রাপ্তিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রবাসী কর্মীদের জন্য ফাইজার ভ্যাকসিন পাওয়া গেলে ফলাও করে প্রচার করা হবে। বিদেশগামী কর্মীদের করোনা ভ্যাকসিনের নিবন্ধন করতে এন আই ডি লাগবে না। প্রবাসী মন্ত্রী বলেন, পাসপোর্ট ও বিএমইটি’র নিবন্ধন কার্ড দিয়েই ভ্যাকসিনের নিবন্ধন করা যাবে। আগামী সপ্তাহের মধ্যেই এন আই ডি’ ব্যতীত বিদেশগামীদের ভ্যাকসিনের নিবন্ধন কার্যক্রম শুরু করা যাবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে করোনা ভ্যাকসিন দেয়া বা নিবন্ধন করার কোনো সুযোগ নেই। বি-বাড়িয়া হাসপাতালের সিভিল সার্জন ডা: একরাম উল্লাহ প্রবাসী মন্ত্রণালয় থেকে বিদেশগামী কর্মীদের করোনা টিকার রেজিষ্ট্রেশন করার যে সার্কুলার জারি করেছেন তা’ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের সার্কুলার জারি করার এখতিয়ার বি-বাড়িয়ার সিভিল সার্জনের নেই। এতে বিদেশগামী কর্মীরা বিভ্রান্ত হয়ে প্রবাসী ভবনে জড়ো হয়ে হয়রানির শিকার হচ্ছে। আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিতীয় তলায় ব্রিফিং সেন্টারে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে সউদীতে হোটেল কোয়ারেন্টিনের ব্যয়ের ক্ষেত্রে সউদীগামী কর্মীদের মাঝে বিশেষ সহায়তার ২ হাজার টাকার প্রণোদনার চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী মন্ত্রী ইমরান আহমদ এসব কথা বলেন। কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সচিব ড. আহমদ মনিরুছ সালেহীন। আরো বক্তব্য রাখেন, বিএমইটির মহাপরিচালক মো. শহিদুল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি জাহিদুল হক ও আরিফ আহমেদ। এছাড়া সকালে করোনা ভ্যাকসিনের নিবন্ধনের দাবিতে বিভিন্ন জেলা থেকে শত শত বিদেশগামী কর্মী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে প্রবাসী সচিব ড. আহমদ মনিরুছ সালেহীন ও বিএমইডি’র ডিজি মো. শহিদুল আলম আগত বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে বলেন, এন আই ডি ছাড়াই শুধু পাসপোর্ট ও স্মার্ট কার্ড দিয়েই আগামী এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের নিবন্ধন কার্যক্রম শুরু করা যাবে। বিদেশগামী কর্মীদের করোনা ভ্যাকসিন প্রদানের জন্য সরকারের উচ্চ পর্যায়ে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এসময়ে বিদেশগামী কর্মীরা করোনা টিকার দাবিতে শ্লোগান দিতে থাকে। এর আগে প্রবাসী মন্ত্রী বিদেশগামী কর্মীদের আত্মীয় স্বজনের হাতে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী কল্যাণ মন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ