Inqilab Logo

বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮, ২৪ যিলহজ ১৪৪২ হিজরী

দেশে গত ৭১ দিনের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ৬:১২ পিএম

দেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৫৮ জন, যা গত ৭১ দিনের মধ্যে সর্বোচ্চ। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন। এদিকে, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬৮ জনে।আরও ভয়ঙ্কর তথ্য হলো, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ৪১ জনকে টেস্ট করে ৪১ জনেরই করোনা পজেটিভ এসেছে।

আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ৭৮৩ জন। উল্লেখ্য, এর আগে গত ১৩ এপ্রিল দেশে ৬ হাজার ২৮ জন শনাক্ত হয়েছিলেন। এর ৭১ দিন পর আজ সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হলো। এদিন ৩০ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৩৯১টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৯.৯৩ শতাংশ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ