Inqilab Logo

ঢাকা বুধবার, ২৮ জুলাই ২০২১, ১৩ শ্রাবণ ১৪২৮, ১৭ যিলহজ ১৪৪২ হিজরী
শিরোনাম

ফরিদপুরে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১০:৩০ পিএম

ফরিদপুরে পদ্মার পানিতে গোসল করতে নেমে সাব্বির হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সন্ধ্যায় জেলা শহরের ধলার মোড় নামক এলাকায় পদ্মায় গোসল করতে নেমে ওই কিশোরের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, ওই কিশোর ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাসা জেলা শহরের পূর্ব খাবাসপুর এলাকায়।

জানা যায়, বুধবার বিকেলে সাব্বিরসহ তিন বন্ধু বাই সাইকেলে ধলার মোড়ে এসে পদ্মার পানিতে গোসল করতে নামে। কিন্তু, নদীতে নামার পরই তারা উল্টো স্রোতের মুখে পড়ে। এসময় তাদের দুই বন্ধু অনেক চেষ্টায় সাতরে পাড়ে উঠতে পারলেও সাব্বির তলিয়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ বলেন, সাব্বির নামের ওই স্কুল ছাত্রকে তারা উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ