Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

লিমার চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া সুফী ফতেহ আলী ওয়াইসী মহিলা মাদ্াসার ১০ম শ্রেণীর মেধাবী ছাত্রী শাহিদা আক্তার লিমা বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে যন্ত্রণায় হাসপতালে ছটফট করছে। গত ১৮ সেপ্টেম্বর চাচার বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে ১২ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ৩৬নং ওয়ার্ডে ৩০নং সিটে চিকিৎসাধীন। লিমার ডান হাত-পা ও কোমরের আঘাত গুরুতর। তার চিকিৎসায় দৈনিক ৫ হাজার টাকার মতো ব্যয় হচ্ছে। চিকিৎসকগণ জানান, তাকে সুস্থ করতে উন্নত চিকিৎসা জরুরি, এতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। শাহিদা আক্তার লিমা উপজেলার পদুয়া মৌলভীপাড়ার অসহায় ও দরিদ্র আবু সৈয়দের মেয়ে। লিমা ২ ভাই ২ বোনের মধ্যে সবার বড়। তার বাবা একজন বাবুর্চি। সন্তানদের লেখাপড়ার খরচ ও পরিবারের ভরণপোষণ লিমার বাবাকে একাই করতে হয়। লিমার বাবা ও তার পরিবারের পক্ষেও চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট লিমার চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
আবু সৈয়দ, গ্রাম : পদুয়া মৌলভীপাড়ার
লোহাগাড়া, চট্টগ্রাম।
মোবাইল : ০১৮১৯৯২৪০৪১ (বিকাশ)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিমার চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ