Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট ও অম্লান থাকবে : কেকিয়াং

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তান-চীন বন্ধুত্ব দীর্ঘ দিনের। এ বন্ধুত্ব অটুট ও অম্লান থাকবে। কেউ এ বন্ধুত্বে ফাটল ধরাতে পারবে না। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং আরো বলেন, চীন ও পাকিস্তানের সম্পর্ক ভঙ্গুর নয় যে, যে কোন সময় ভেঙে যেতে পারে। এ বন্ধুত্ব অটুট থাকবে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সব সময়েই কৌশলগত মৈত্রী বজায় রাখা এই দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতকালে এসব কথা বলেন তিনি। চীন পাকিস্তানের সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা গভীর ও ব্যাপকতর করতে আগ্রহী ও যৌথ উদ্যোগ বৃদ্ধি করতে যা কিছু করা দরকার তা-ই করতে ইচ্ছুক। চীনের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এমনটাই উল্লেখ করেন। এ ছাড়াও চীন পাকিস্তানের বৈশ্বিক ও আন্তর্জাতিক উভয় বিষয়েই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ও উচ্চ পর্যায়ের যোগাযোগ রাখবে বলে জানান প্রধানমন্ত্রী কেকিয়াং। চীনের প্রধানমন্ত্রী কেকিয়াং পাকিস্তানের সঙ্গে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট ও অম্লান থাকবে : কেকিয়াং
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ