Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে মানবিক সমাজ নির্মাণ করা যায় না : অ স ম রব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ৯:০৯ পিএম

নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে মানবিক সমাজ নির্মাণ করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। শনিবার (২৬ জুন) জাতীয় সমাজতান্ত্রিক নারী জোট গঠনের লক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আ স ম আবদুর রব বলেন, নারীর ক্ষমতায়ন সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক উপনিবেশিক আইন বাতিল করে নারীর অধিকার এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হবে। তিনি বলেন, নারীর অধিকার ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলে অন্তর্ভুক্তিমূলক প্রগতিশীল সমাজ নির্মাণ করা সম্ভব হবে না।

বেগম তানিয়া রবকে সভাপতি ও অ্যাডভোকেট সৈয়দা ফাতিমা হেনাকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি গঠন করা হয়। ভার্চুয়াল আলোচনায় অংশ নেন জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসম রব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ