Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

হিজরী নববর্ষ মঞ্চের বর্ষবরণের প্রস্তুতি

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আগামী ২ অক্টোবর বিকেলে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে হিজরী নববর্ষ ১৪৩৭ বিদায় এবং ১৪৩৮ কে বরণ করে নিতে হিজরী নববর্ষ মঞ্চের ব্যবস্থাপনায় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে এক প্রস্তুতিসভা বুধবার অধ্যক্ষ ছৈয়দ আবু ছালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যাপক ফয়সাল নওয়াজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এইচএম আলী আজগর খান, ইঞ্জিনিয়ার আরিফ উদ্দিন, এএসএম আবু ছাদেক সিটু, এম আইয়ুব আলী, এম ইরফান উদ্দিন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ, আবুল হাশেম রাশেদ, আবদুল্লাহ আল মোমিন, কাজী এম নাঈম উদ্দিন প্রমুখ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আবু ছালেহ বলেন, অপসংস্কৃতি রোধে সুষ্ঠ সংস্কৃতির বিকাশে হিজরী নববর্ষ উপলক্ষে মনোজ্ঞ ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি হিজরী নববর্ষ অনুষ্ঠান সফল করতে সকলের প্রতি আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিজরী নববর্ষ মঞ্চের বর্ষবরণের প্রস্তুতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ