Inqilab Logo

সোমবার, ০৪ জুলাই ২০২২, ২০ আষাঢ় ১৪২৯, ০৪ যিলহজ ১৪৪৩ হিজরী

নোয়াখালীর হাতিয়া নদী থেকে অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ৫:৪৭ পিএম

হাতিয়া নিঝুমদ্বীপের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার সকালে নিঝুমদ্বীপের পশ্চিম পাশে মেঘনা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুমদ্বীপের পশ্চিম পাশে মেঘনা নদীর তীরে একটি লাশ ভাসতে দেখতে পেয়ে জেলেরা পুলিশকে খবর দেয়। পরে নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে লাশটি উদ্ধার করে। এ সময় পুলিশের সাথে থাকা নিঝুমদ্বীপ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত উল্যাহ জানান, নিহত বৃদ্ধের পরনে একটি লুঙ্গি ছিল। মূখে দাড়ি দেখে অনুমান করা হচ্ছে বয়সনিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদ উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেলা সদরে পাঠানো হয়েছে।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃতদেহ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ