Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বৃষ্টির দিনে এগিয়ে নিউ জিল্যান্ড

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে ভারতের ৩১৮ রানের জবাবে টম লাথাম ও অধিনায়ক কেন উইলিয়ামসনের অপরাজিত সেঞ্চুরি জুটিতে কানপুর টেস্ট দুর্দান্তভাবে শুরু করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে শেষ সেশন বৃষ্টির বাধায় খেলা বন্ধ ছিল। কিউইদের সংগ্রহ তখন ১ উইকেটে ১৫২ রান। তবে সফরকারীরা যে নিরাপদ স্থানে আছে তা বলা যাবে না। আশ্বিন-জাদেজার ঘুর্ণী বাঁক নিতে থাকলে ম্যাচর চিত্র পাল্টাতে কতক্ষণ! ২৯১ রান আর হাতে ১ উইকেট নিয়ে কানপুরের গ্রীণ পর্কে ব্যাটিংয়ে নামেন রভিন্দ্র জাদেজা ও উমেশ জাদব। উমেশকে হারিয়ে ৭ ওভারে ২৭ রান যোগ করে স্বাগতিকরা। শেষ উইকেটে মোট ৪১ রান যোগ করেন তারা। ৪২ রানে অপরাজিত ছিলেন জাদেজা। জবাবে জাদবই কিউই শিবিরে একমাত্র আঘাত হানেন। দলীয় ৩৫ রানে মার্টিন গাপটিলকে (২১) ফেরান এলবিডবিøউয়ের ফাঁদে ফেলে। এরপর অবিচ্ছিন্ন ১১৭ রানের জুটি গড়েন লাথাম (৫৬*) ও উইলয়ামসন(৬৫*)। চা বিরতির ঠিক পরমুহূর্তেই শরু হয় বৃষ্টি। এরপর আর মাঠে বল গড়ায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টির দিনে এগিয়ে নিউ জিল্যান্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ