ঘন ঘন লোডশেডিংয়ে সৈয়দপুরের জনজীবন দুর্বিষহ
অসহনীয় খরতাপে পুড়ছে উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর। ভ্যাপসা গরমে মানুষ নাকাল। তপ্ত ও গুমোট আবহাওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। শহর কিংবা গ্রাম-সবখানেই কাজের জন্য ঘরের
বেনাপোল অফিস : ভারতে পাচারের সময় বেনাপোলের বড় আচড়া বটতলা এলাকা থেকে গতকাল (শুক্রবার) দুপুরে দেড় কেজি ওজনের ১২টি সোনার বারসহ আসানুর রহমান নামে এক সোনা চোরাচালনিকে আটক করেছে বিজিবি। সে বেনাপোলের দৌলতপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
২৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লিয়াকত হোসেন জানান, বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সীমান্তবর্তী বড় আচড়া বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে আসানুর রহমানকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দেড় কেজি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আটককৃত সোনার মূল্য ৫৭ লাখ ৬০ হাজার টাকা বলে জানান তিনি। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হযেছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।