Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

এসএমই উন্নয়নে কাজ করবে ৩ প্রতিষ্ঠান

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, বাংলাদেশ সরকার ও এসএমই ফাউন্ডেশনের একসাথে কাজ করবে। ইনস্টিটিউট অব ম্যানুফ্যাকচারিং (আইএফএম) ডিপার্টমেন্ট অব ইঞ্জিনিয়ারিং, ক্যামব্রিজ ইউনিভার্সিটি আয়োজিত এসএমই উন্নয়নে বিজনেস মডেল শীর্ষক কর্মশালায় প্রফেসর ইয়ান ব্যামফোর্ড এবং প্রফেসর স্টিভ ইভান্স এ কথা জানান। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নের লক্ষ্যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ম্যানুফ্যাকচারিং (আইএফএম) ডিপার্টমেন্ট অব ইঞ্জিনিয়ারিং সম্প্রতি একটি বিজেনেস মডেল তৈরি করছে। বিজনেস মডেলটির বিষয়ে সম্প্রতি ক্যামব্রিজ ইউনিভার্সিটির ইপিআরসি সেন্টারে একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বাংলাদেশের এসএমই উন্নয়নে উন্মুক্ত উদ্ভাবন ব্যবস্থাপনা ও পরিচালনা, কৃষিজাত এসএমই শিল্পের সুযোগ সৃষ্টি করা এবং পাট পণ্যের বিকাশে গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালাটিতে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার খন্দকার এম তালহা, কমার্শিয়াল কাউন্সিলর মিসেস শরিফা খান, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক এস এম শাহীন আনোয়ার এবং নারী এসএমই উদ্যোক্তা ইসমত জেরীন খান বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএমই উন্নয়নে কাজ করবে ৩ প্রতিষ্ঠান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ