বন্যার্তদের দুঃখ দূর্দশায় গোটা জাতি ব্যথিত
সিলেট,সুনামগঞ্জ, কুড়িগ্রামসহ বিভিন্ন বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষের দুঃখ দূর্দশায় গোটা জাতি ব্যথিত। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পুর্নবাসনে সরকারকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে। বন্যা
সারাদেশে লকডাউনের তৃতীয় দিনে সখিপুরে ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী ও এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট হামীম তাবাসসুম প্রভা দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি মামলায় ৪হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।
লকডাউনের বিধি নিষেধ না মানায় এ জরিমানা আদায় করা হয়। লকডাউনের পর থেকেই সখিপুর সদরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের দুইটি টিম কাজ করে যাচ্ছে। ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী বলেন,করোনা প্রতিরোধে লকডাউন চলাকালীন অবস্থায় এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।