Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

গ্রিন পার্ক ভারতের নিয়ন্ত্রণে

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত সেই আশ্বিন-জাদেজার কাছেই ধরাশায়ী হতে হলো নিউ জিল্যান্ড ব্যাটসম্যানদের। শেষ ৫ জনকেই তারা হারালো মাত্র ৭ রানে! বোলারদের পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শুরু করেছে ভারতের টপ-অর্ডার ব্যাটসম্যানরা। শুধু লোকেশ রাহুলের উইকেটটি ১৫৯ রান করে করেছে তারা। তৃতীয় দিন শেষে বিরাট কোহলির দল এগিয়ে ২১৫ রানে। ব্যক্তিগত ৬৪ ও ৫০ রান নিয়ে আজ আবার ব্যাট শুরু করবেন যথাক্রমে মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারা। অথচ কানপুরের গ্রিন পার্কে প্রথম ইনিংসে ভারতের ৩১৮ রানের জবাবে ১ উইকেটে ১৫২ রান করে বৃষ্টিবিঘিœত দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারীরা। কিন্তু গতকাল আশ্বিন-জাদেজার ঘূর্ণীতে ২৬২ রানেই গুটিয়ে যায় তারা। দুই অপরাজিত ব্যাটসম্যান টম লাথাম ও কেন উইলিয়ামসন ফেরেন ব্যক্তিগত ৫৮ ও ৭৫ রানে। ৭৩ রানে ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজা, রভিচন্দ্রন আশ্বিন নেন ৯৩ রানে ৪ উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিন পার্ক ভারতের নিয়ন্ত্রণে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ