Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মতলবে গরুর বাজার ভেঙ্গে দিলেন ইউএনও ফাহমিদা হক

বিধিনিষেধ না মানায় ইজারাদারকে জরিমানা

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৯:৩৭ পিএম

কঠোর লকডাউন শর্ত অমান্যকরে চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়নপুর বাজারে সাপ্তাহিক গরুর হাট বসানো হয়েছিল। ৪ জুলাই বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক অভিযান চালিয়ে ১ ঘন্টার গরুর বাজার ভেঙ্গে দিয়ে হাট খালি করেন। বিধিনিষেধ না মানার অপরাধে হাট ইজারাদারকে জরিমানা করেন।

৪ জুলাই মতলব দক্ষিণ উপজেলায় লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও বিনা কারণে ঘুরাফেরার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯টি মামলায় ১৯ হাজার ২‘শত টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, সরকার ঘোষিত লকডাউন অমান্য করে সাপ্তাহিক গরুর বাজার বসানোর অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ হাট বন্ধ থাকবে।

গত বছরও লকডাউন চলমান অবস্থায় এ গরুর হাট বসানোর দায়ে প্রশাসন হাট বন্ধসহ জরিমানা আদায় করেছিল।

এদিকে এ সময় সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ