Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জনপ্রিয়তায় ক্যামেরনকে ছাড়িয়ে গেছেন তেরেসা

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন প্রধানমন্ত্রী তেরেসা মে ব্রিটেনে ভীষণ জনপ্রিয়। বর্তমান সময়ের সব রাজনৈতিক নেতাকে ছাড়িয়ে গেছে তার জনপ্রিয়তা। বেশিরভাগ ব্র্রিটিশ মনে করেন, তিনি তাদের সংস্পর্শেই রয়েছেন। এক্ষেত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকেও হার মানিয়েছেন। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টের জন্য চালানো জনমত জরিপ কমরেস-এ উঠে এসেছে এসব তথ্য। এতে বলা হয়েছে, শতকরা ৫২ ভাগেরও বেশি ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে পছন্দ করেন। তারা মনে করেন ডেভিড ক্যামেরনের চেয়ে তিনি সাধারণ ব্রিটিশদের বিষয়ে বেশি যতœবান। তাদেরকে তিনি বোঝেন। শতকরা মাত্র ১৪ ভাগ ব্রিটিশ এক্ষেত্রে রায় দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রতি। জনমত জরিপে জনপ্রিয়তার এই মাপকাঠিতে লেবার দল থেকে আবার নেতা নির্বাচিত হওয়া জেরেমি করবিনকেও পেছনে ফেলেছেন তেরেসা মে। একটি বিষয়ে দুজনের তুলনা করলে বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে যায়। তাহলো জনমত জরিপে শতকরা ৫৬ ভাগ মানুষ বলেছেন, ব্রেক্সিট ভোটের পর তেরেসা মেই যোগ্য নেতা যিনি ব্রিটেনকে ঐক্যবদ্ধ করতে পারেন। এক্ষেত্রে জেরেমি করবিনের প্রতি সমর্থন জানিয়েছেন শতকরা মাত্র ১৯ ভাগ ব্রিটিশ। এ জরিপে আরো দেখা গেছে, ব্রিটেনের আগামী জাতীয় নির্বাচনে বিরোধী লেবার দলের জেরেমি করবিনকে ব্যাপকভাবে পরাজিত করবেন তেরেসা মে। জরিপে দেখা গেছে, মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ অর্থাৎ শতকরা ৬৫ ভাগ মানুষ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে তেরেসা মের নেতৃত্বে ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টি বিজয়ী হতে চলেছে। নির্বাচনে জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি বিজয়ী হতে পারে বলে মত দিয়েছেন শতকরা মাত্র ১৬ ভাগ মানুষ। তেরেসা মের প্রতি যে সমর্থন তা এর চারগুণ। অন্যদিকে কোন পক্ষ বিজয়ী হবে এমনটা জানেন না শতকরা ১৯ ভাগ মানুষ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনপ্রিয়তায় ক্যামেরনকে ছাড়িয়ে গেছেন তেরেসা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ