ফতুল্লায় বন্ধুদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে সহপাঠিদের ছুরিকাঘাতে দ্রুব নামক দশম শ্রেণির এক ছাত্র খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে।আটককৃতরা
নগরীতে চাঁদাবাজিকালে হাতেনাতে ধরা পড়েছে দুই সন্ত্রাসী। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় বহদ্দারহাট-কালুরঘাটমুখী পাকা রাস্তার মোড়েস্থ আল হাসান বেকারীর এন্ড কনফেকশনারীর কতিপয় চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ আব্দুল কাদের মহি উদ্দিন (২৩) ও মোঃ রুবেলকে (৩১) গ্রেফতার করে।
র্যাব জানায়, তারা বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকার আশে পাশের বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশা, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন এবং দোকানপাটে চাঁদাবাজি করে আসছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।