Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮, ০২ অগ্রহায়ণ ১৪২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী
শিরোনাম

মহররম

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আ. শ. ম. বাবর আলী

এক দুই তিন করে
কত মাস কেটে যায়,
মহররম মাস এলে
বুকটা যে ফেটে যায়।

এজিদও তো মুসলিম
মাবিয়ার পুত্তুর,
কেমনে যে হয় সে
নবীর নাতির শত্তুর!

নবীজির দুলালী
ফাতিমার সন্তান,
ছোরা হানে তার গলে
সীমার যে ও পাষাণ।

মুসলিম ইতিহাসে
ঘটনা এ নির্মম,
ঘটেছিল যে মাসে
নাম তার মহররম।

তালরস
ইদ্রিস সরকার

তাল রসের সিন্নি পায়েস গুড়
খেতে বড় মিঠা
আরও মিঠা চাপড়িবড়া
পাটিসাপটা পিঠা।

মিষ্টি মধুর তালের রসে
অনন্তকাল ধরে
রঙিন স্বাদে রাঙ্গিয়ে দেয়
বাঙালিদের ঘরে।

তালের রসে ঔষধিগুণ
ক্যালশিয়ামে ভরা
এই সে গুণের খাবার খেয়ে
শরীরটা যায় গড়া।

বাংলাদেশের গ্রামগঞ্জে
প্রচুর তাল-ই ফলে
শরৎ দিনের তালের সুস্বাদ
মনের কথা বলে।

চোখ জুড়ানো সুন্দরবন
রওশন আরা এমিলি

গাছগাছালি পশুপাখি
দেখতে যদি চাও,
মিলেমিশে দুই একবার
সুন্দরবনে যাও,
সারি সারি গাছগাছালি
গোলপাতার নাও,
উঁকি ঝুঁকি মেরে যদি
হরিণ দেখতে পাও,

পাখ-পাখালির গান শুনে
ফিরে ফিরে চাও,
বাঘ-বাঘিনীর ডাক শুনলে
জলদি সরে যাও। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ সংক্রান্ত আরও খবর