মাগুরা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
শুক্রবার সকালে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামে জুনায়েদ (৯) এক শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। বাড়ির পাশের মাঠে মটরের বিদুতের লাইন
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে বৃহস্পতিবার লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলার কারণে ৪ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৯ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে এ অভিযান চালান হয়। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস প্রিন্স, ওসি মুহা. নূরুল ইসলাম বাদলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।
এদিকে লকডাউন বাস্তবায়নে পৌর শহরে প্রবেশের বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে মাইকিং করা হচ্ছে। মঠবাড়িয়া পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নের বাজার গুলো নির্বাহী ম্যজিস্ট্রেট এর পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা শহর ও বিভিন্ন বাজারগুলো পরিদর্শন করছে। পাশাপাশি ডাক্তার, সেনা বাহিনী, আনসার ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী কর্মীরা টহলে রয়েছেন।
নির্বাহী ম্যজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, সরকারি নির্দেশনা মানতে ও মানাতে প্রয়োজনে আরও কঠিন অবস্থানে থাকবে প্রশাসন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।