Inqilab Logo

শুক্রবার, ২০ মে ২০২২, ০৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৮ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

মতলবে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ৮:১৭ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি গ্রামে নানার বাড়িতে বেড়তে এসে মোস্তাকিন নামে ৪ বছরের এক শিশু পানি ডুবে মারা যায়।

ঘটনার বিবরণে জানা যায়, পানিতে পড়ে শিশুর মৃত্যু হওয়া শিশুটির নাম মোস্তাকিন (৪) পিতা- শহিদ উল্লাহ, বাড়ি নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দ ইস্কান্দার। শিশুটির বাবা প্রবাসে থাকে, শিশুটির মা আমেনা বেগম ১৫ দিন পূর্বে শিশুর নানার বাড়ি মতলব উত্তর উপজেলার খন্দকার কান্দি লস্কর বাড়িতে বেড়াতে আসে।

উল্লেখ্য, ৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় তার মা আমেনা বেগম, নানী মর্জিনা বেগম রান্নার কাজে ব্যস্ত থাকে, এর ফাঁকে তাদের চোখের আড়াল হয়ে বাড়ির সামনে রাস্তার পাশে গর্তে ৩/৪ ফুট পানি জমে থাকে, ঐ জমে থাকা পানিতে পড়ে শিশুটি মারা যায়। তাকে অনেক খোঁজাখুঁজির পর দেখে শিশুটি পানিতে পড়ে আছে।

শিশুটিকে নিয়ে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশু মুস্তাকিনকে দাফনের জন্য তার নিজ গ্রামের বাড়ি নাঙ্গলবন্দে নিয়ে যাওয়া হয় বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ