খুলনায় ৬ হাজার কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, সোয়া লাখ টাকা জরিমানা
খুলনার রূপসা এলাকা থেকে ছয় হাজার ৫০ কেজি জেলি (ওজন বাড়ানোর জন্য অপদ্রব্য) পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। মঙ্গলবার (১৭ মে)
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের অভিযানে সোনাপুরসহ বিভিন্ন হাট বাজারে মোবাইল কোট পরিচালনা করে ১১টি মামলায় ৩২শত টাকা জরিমানা আদায় করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাপুরসহ বিভিন্ন হাট বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ১১টি মামলায় ৩২শত টাকা মোবাইল কোটের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিায়া সুলতানা। এ সময় থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানিয়েছেন, দেশের মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত আদেশ যদি কোন ব্যাক্তি অমান্য করে তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।